দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২৭

“আওয়ামী লীগের কাউন্সিলরের কারণে আনন্দ মণ্ডলের শিক্ষকতার স্বপ্ন ভেঙে গেছে!”

যশোরের চৌগাছার এসএম হাবিব পৌর কলেজের বাংলা বিভাগের শিক্ষক আনন্দ মণ্ডল ১৪ বছর ধরে বিনা পরিশ্রমে শিক্ষকতা করে আসছিলেন। তিনি যদিও পরিশ্রমী ছিলেন, কিন্তু শিক্ষকতার এই পেশায় খুশি ছিলেন। ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজারের মৃত দেবেন্দ্রনাথ মণ্ডলের ছেলে আনন্দ মণ্ডল ২০০৫ সালে স্নাতক শেষ করার পর কলেজটিতে যোগ দেন, যখন কলেজটি এমপিওভুক্ত হয়নি।

 

দীর্ঘ ১৪ বছরের বিনা বেতনে শিক্ষকতার পর ২০১৯ সালের ৭ জুলাই কলেজটি এমপিওভুক্ত হলে তিনি নিয়োগ বোর্ডের প্রহসনে বাদ পড়ে যান। এরপর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছেন। আনন্দ মণ্ডল ভোরের কাগজকে বলেন, “২০০৫ থেকে ২০১৯ সালের ৯ বছর পর্যন্ত কলেজে বিনা বেতনে শিক্ষকতা করেছি। চাকরি পাওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আমি ৬ লাখ টাকা দিয়েছি। এর মধ্যে কলেজ কমিটির সভাপতি এসএম হাবিবুর রহমানের হাতে তিন লাখ, অধ্যক্ষ মোজাম্মেল হকের কাছে আড়াই লাখ এবং সভাপতি এসএম সাইফুর রহমান বাবুলের কাছে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি। কিন্তু আমাকে বাদ দেওয়ার কথা শুনেছি।”

 

তিনি অভিযোগ করেন, চৌগাছা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকুর রহমানের স্ত্রী মাহবুবা রহমান তুলিকে নিয়োগ দেওয়া হয়েছে। আনন্দ মণ্ডল আরও জানান, কলেজ কমিটির সভাপতি এসএম হাবিবুর রহমান তাকে কলেজের শিক্ষার্থীদের বাংলা পড়ানোর জন্য অনুরোধ করেন, কিন্তু কাউন্সিলর সিদ্দিক তাকে কলেজে আসলে শারীরিকভাবে আক্রমণ করার হুমকি দেন। এরপর তিনি কলেজে আসা বন্ধ করে দেন।

 

কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, “নিয়োগ নিয়ে সভাপতির সঙ্গে টাকা-পয়সার লেনদেন হয়েছে কিনা জানি না, তবে আমি শুনেছি আনন্দ মণ্ডল পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল। সেই টাকা আমি পরিশোধ করে দিয়েছি।”

 

এদিকে, চাকরি না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন আনন্দ মণ্ডল। বর্তমানে তিনি পাশাপোল আমজাম তলা কলেজে পার্টটাইম শিক্ষকতা করছেন।

 

আনন্দ মণ্ডলের বিষয় জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা এসএম হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে গেলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

এ প্রসঙ্গে কলেজের বর্তমান সভাপতি এসএম সাইফুর রহমান বাবুল বলেন, “আনন্দ মণ্ডল পড়ালেখায় ভাল হলেও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. নাসির উদ্দিনের অনুরোধে তাকে বাদ দিয়ে কাউন্সিলর পত্নী মাহবুবা রহমান তুলিকে নিয়োগ দেওয়া হয়েছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট