দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:২৭

“শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় ডোপ টেস্টের দাবি জানিয়েছে জবি ছাত্র শিবির।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামি ছাত্রশিবির ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় ডোপ টেস্ট চালুর দাবি জানিয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সঙ্গে ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় এ দাবি করেন সংগঠনের নেতারা।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আসাদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি উল্লেখ করেন, “মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়,” তাই ভর্তি প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত। তিনি আরও দাবি করেন, দলীয় ও রাজনৈতিক সুপারিশে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ বন্ধ করতে হবে এবং নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া উচিত।

 

এ ছাড়া, তিনি অনলাইন ক্লাসের ক্ষেত্রে অকারণ বন্ধের বিরুদ্ধে এবং বিভাগীয় ক্লাস শিক্ষকদের মূল্যায়নের জন্য রেটিং ব্যবস্থা করার প্রয়োজনীয়তা জানান। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন সিকদার বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চর্চার ক্ষেত্রে সীমারেখা স্পষ্ট করা প্রয়োজন।” অন্যথায়, বিগত স্বৈরাচারের মতো আচরণ হতে পারে।

 

সভায় শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট