দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:০১

চশমার যত্ন

চশমা এখন কেবল দৃষ্টির প্রয়োজন মেটাতেই নয়, ফ্যাশনের ট্রেন্ডেও বেশ জনপ্রিয়। চোখের ডাক্তার দেখিয়ে, নানা ধরনের স্টাইলিশ ফ্রেম বেছে নিয়ে ফ্যাশনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন অনেকে। তবে এই ফ্যাশনেবল অনুষঙ্গটির সঠিক যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।আগে চশমা ছিল মূলত একটি প্রয়োজনীয় অনুষঙ্গ, কিন্তু এখন এটি ফ্যাশনের অংশ হিসেবে ব্যবহৃত হয়। অনেকেই পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে ফ্রেম বাছাই করেন, আবার কেউ কেউ পছন্দ করছেন বিশেষ ডিজাইন, যেমন হ্যালো কিটি চশমা। তবে যে ধরনের চশমাই ব্যবহার করা হোক, এর সঠিক যত্ন নিতে হবে।

 

**চশমার যত্ন নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস:**

 

1. **প্রতিদিন পরিষ্কার রাখুন:** যারা নিয়মিত চশমা ব্যবহার করেন, তাদের প্রতিদিন চশমা পরিষ্কার রাখা উচিত। সপ্তাহে অন্তত একবার সামান্য গরম পানিতে লিকুইড সাবান দিয়ে চশমা ধুয়ে নিন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে নরম সুতি কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিন।

 

2. **কিছু জিনিস ব্যবহার না করা:** চশমা পরিষ্কার করতে অ্যামোনিয়া, ব্লিচ, ভিনেগার বা উইন্ডো ক্লিনার ব্যবহার করবেন না। এগুলো লেন্স এবং কোটিংয়ের ক্ষতি করে। লেন্স পরিষ্কারের জন্য বাজারে লেন্স ক্লিনার স্প্রে পাওয়া যায়, যা ব্যবহার করতে পারেন।

 

3. **সঠিকভাবে মুছুন:** চশমা ধোয়া হয়ে গেলে টিস্যু পেপার, গামছা বা ন্যাপকিন পেপার ব্যবহার না করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিন। এতে লেন্সে স্ক্র্যাচ পড়ার ঝুঁকি থাকে না। নোজ প্যাড পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করুন।

 

4. **রাখার সময় সতর্কতা:** চশমা খুলে রাখার সময় হার্ড শেল কেসে বা কাভারে রাখুন। কখনও এক হাতে চশমা খুলবেন না; এতে ফ্রেমের শেপ নষ্ট হতে পারে। চশমা খুলে রাখার সময় লেন্স যেন ওপরে থাকে। মাথায় চশমা তোলা এড়িয়ে চলুন, কারণ এতে ফ্রেমের শেপ নষ্ট হয়।

 

5. **নিয়মিত অ্যাডজাস্ট করুন:** প্রতি তিন মাস পরপর চশমার স্ক্রু বা ফ্রেম অ্যাডজাস্ট করান। ঢিলে হয়ে গেলে বা বেঁকে গেলে দ্রুত সারিয়ে নিন।

 

**আরও কিছু টিপস:**

 

– নিয়মিত চশমা ব্যবহারকারীদের জন্য সেলুলয়েড বা প্লাস্টিক ফ্রেম উপযোগী।

– শিশুদের জন্য প্লাস্টিক লেন্স নিরাপদ।

– চশমা এমনভাবে রাখুন যেন লেন্স কোনো জায়গার সঙ্গে স্পর্শ না করে।

– প্রয়োজন হলে বাড়তি একটি চশমা রাখুন।

 

সঠিক যত্ন নিলে আপনার চশমা দীর্ঘদিন ভালো থাকবে এবং চোখে আরাম বজায় থাকবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট