দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১১:০০

জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে লোকসানে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়ার লোগো

বছরের তৃতীয় প্রান্তিকে লোকসান দিয়েছে ব্যাংক এশিয়া। জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১৮ পয়সা।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে বলা হয়েছে, ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসানের কারণ হলো, নিরাপত্তা প্রভিশন সংরক্ষণের হার বৃদ্ধি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া সম্প্রতি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

তৃতীয় প্রান্তিকে ব্যাংক এশিয়ার লোকসান হলেও সামগ্রিকভাবে বছরের প্রথম ৯ মাসে মুনাফা হয়েছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা শূন্য ৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ব্যাংক এশিয়ার মুনাফা কমেছে।

চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে ৩২ টাকা ৯১ পয়সা হয়েছে। আগের অর্থবছরে যা ছিল ১৭ টাকা ৬ পয়সা। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত আমানত বেড়ে যাওয়ায় নগদ অর্থের প্রবাহ বেড়েছে, সে কারণে এনওসিএফপিএস বেড়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী