দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫১

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন ড. কামাল

সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেন। মতিঝিল, ঢাকা, ২ নভেম্বর

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন সংবিধান–বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেছেন। আজ শনিবার সংবিধান সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিক, মোহাম্মদ ইকরামুল হক, শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মুসতাইন বিল্লাহ আজ শনিবার সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের মতিঝিলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট