দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫৮

ফ্যাসিবাদী ব্যবস্থার বিদায় নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির তৃতীয় কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে মিছিল। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে, ১ নভেম্বর ২০২৪

ছাত্র-জনতা-শ্রমিকের অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছে, এখন ফ্যাসিস্ট–ব্যবস্থা বিদায় করতে হবে। নাগরিক হিসেবে মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে।

আজ শুক্রবার বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির তৃতীয় কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ কথাগুলো বলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সভাটি শুরু হয়।

জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসন জারি রেখেছিল। শেখ হাসিনার পরিবার ও তাদের দোসররা বাংলাদেশ থেকে ১০০ কোটি ডলারের বেশি অর্থ বিদেশে পাচার করেছে। ছাত্র-জনতা-শ্রমিকের অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছে, এখন ফ্যাসিস্ট–ব্যবস্থার বিদায় চায় বাংলার মানুষ।

স্বাধীনতার ঘোষণাপত্রে সুযোগের সমতা, মর্যাদা ও ইনসাফের প্রতিশ্রুতি থাকলেও গত ৫৩ বছরে এ দেশের মানুষ তা দেখেনি উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ১৯৭২ সালের সংবিধান এক ব্যক্তির হাতে সব ক্ষমতা কুক্ষিগত করেছে। এই সাংবিধানিক স্বৈরতন্ত্র ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশকে বাপ-দাদার সম্পত্তি বানিয়েছিল।

জোনায়েদ সাকি বলেন, আজকের বাংলাদেশের লক্ষ্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। এর জন্য দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত, দরকার রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের আমূল সংস্কার।…মালিকেরা শ্রমিকদের বকেয়া বেতন দিতে ব্যর্থ হলে সরকারকে দায়িত্ব নিতে হবে। শ্রমিকদের ভোগান্তি শেষ হলেই সব বৈষম্যের অবসান হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট