দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪৪

পাকিস্তানে মুক্তি পেয়েছে সিনেমা ‘তুফান’।

দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘তুফান’ এখন পাকিস্তানে মুক্তি পেয়েছে। এই সিনেমাটি দেশটির ৪২টি মাল্টিপ্লেক্সে ১২৮টির বেশি পর্দায় উর্দু ভাষায় প্রদর্শিত হচ্ছে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। জানা গেছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দারাবাদের ৬টি মাল্টিপ্লেক্সে মুক্তির পাশাপাশি, পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

 

পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে। এ বিষয়ে শাকিব খান বলেন, “বাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক যাত্রা ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়। তখন থেকেই আমি জানতে পারি, সারা বিশ্বে, বিশেষ করে পাকিস্তানে, আমার সিনেমা ও আমার প্রতি তীব্র আগ্রহ রয়েছে। ‘রাজকুমার’ সিনেমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। অবশেষে পাকিস্তানি সিনেমাপ্রেমীরা ১২৮টির বেশি পর্দায় ‘তুফান’ দেখতে পারবে, এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এটি শুধু আমার জন্য নয়, বরং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্যও একটি বড় অর্জন।”

 

‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট