দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩৩

জামায়াত আমির জানিয়েছেন, নির্বাচনের জন্য দীর্ঘ সময় দেওয়া হবে না।

রোববার কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “নির্বাচনের জন্য আমরা এই মুহূর্তে কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করছি না। সরকারের পক্ষে এখনও এক মাসও পূর্ণ হয়নি, তাই আরেকটি মাস সময় দেওয়া হোক। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা কার্যকর হবে না। তবে, নির্বাচনের জন্য দীর্ঘ সময় নয়, যৌক্তিক সময় দেওয়া হবে।”

রোববার সকালে কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ও আর্থিক অনুদানের চেক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভাটি আলাউদ্দীননগর শিক্ষাপল্লি পার্ক অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে জামায়াত আমির মন্তব্য করেন, “নেতৃত্ব পরিবর্তনই যথেষ্ট নয়; তাদের চিন্তাধারা ও আচরণেও পরিবর্তন আনতে হবে। দেশে রাজনীতি করার অধিকার সবার আছে। গণহত্যায় জড়িত রাজনৈতিক দলগুলোকে অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে, সময়ের সঙ্গে তা দেখা যাবে।”

তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনকে জানানো হয়েছে যাতে কেউ হয়রানিমূলক মামলার শিকার না হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, “২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ষড়যন্ত্র শুরু করে, পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞ চালায়, দুর্নীতি করে দেশকে লুটেপুটে নেয়, এবং মানুষের ওপর জুলুম করে। কিন্তু দেশের ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালক মোবারক হোসাইন। সভা শেষে ২৭ জন শহীদের পরিবারকে ৫৪ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

ফরিদপুর অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় যাওয়ার পথে ফরিদপুর শহরতলির মুন্সীবাজার বাইপাস এলাকায় যাত্রাবিরতি করেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, “দুর্গা পূজাকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট