দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ১১:৫১

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সূচি নিয়ে শিক্ষাবোর্ডের পরিকল্পনা ও ভাবনা

আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। পরীক্ষাটি প্রায় দুই মাস পিছিয়ে পবিত্র ঈদুল ফিতরের পর, এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে শিক্ষাবোর্ডগুলো। এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তিত হলে, এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে এবং এটি ঈদুল আজহার পর অনুষ্ঠিত হতে পারে। এ তথ্য ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।

 

সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো। তবে, করোনার প্রভাবে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি বিঘ্নিত হয়েছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল থেকে শুরু হলেও গত বছর তা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। তবে আগামী বছর পরীক্ষা আবার পিছিয়ে দেওয়া হচ্ছে।

 

ঢাকা শিক্ষাবোর্ড জানিয়েছে, আগামী বছরের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে এবং সব বিষয়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। তবে, এইচএসসি পরীক্ষা হবে ২০২৩ সালের মতোই সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে।

 

ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ধরে শিক্ষাবোর্ডগুলো এসএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছিল। সে অনুযায়ী স্কুলগুলোতে নির্বাচনী পরীক্ষা চলছে এবং ১ ডিসেম্বর থেকে ফরম পূরণের ঘোষণাও দেওয়া হয়েছে। তবে, পরীক্ষা পিছানোর কারণ সম্পর্কে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী