দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৩১

৭ কলেজের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সাত কলেজের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অভ্যন্তরীণ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এই তিন দিন শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করবেন। শনিবার বিকেলে ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর সমন্বয়ক ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি এ ঘোষণা দেন।

 

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের অধিকার আদায়ের দাবি থেকে সরে আসব না। সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি আমাদের অটুট থাকবে।”

 

তিনি আরও জানান, “মন্ত্রণালয় যে কমিটি করেছে, সেটি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। দ্রুত সময়ের মধ্যে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য কমিশন গঠন এবং শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ না চক্রান্ত প্রতিরোধ, প্রেস সচিবের অবিবেচক মন্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন এবং শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি পূরণ হয়।”

 

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট