দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ১৮:৩৪

“প্রথমবার সিনেমায় দেখা যাবে দীঘি ও শাওন।”

“প্রথমবারের মতো জুটি বেঁধে প্রেক্ষাগৃহে আসছেন প্রার্থনা ফারদীন দীঘি ও সৈয়দ জামান শাওন। তারা ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমার মাধ্যমে একসঙ্গে কাজ করছেন। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ কারিনা কায়সার। শুধু অভিনেত্রী কারিনাই নন, পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন রেজাউর রহমান।

 

বুধবার বিকালে সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে, কোনো দৃশ্য কাটা ছাড়াই ‘ইউ’ গ্রেডে। প্রযোজক ও দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি এবং শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

 

এ সিনেমায় নতুন বরের ভূমিকায় দেখা যাবে শাওনকে, যার চরিত্রের নাম তাহসির। অন্যদিকে, প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার বেশিরভাগ সময়ই তাদের বিয়ের সাজ ও আমেজে উপস্থাপন করা হবে। দীঘি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি খুব খুশি এবং ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি, রম-কম ঘরানার কাজও আগে করিনি। কাজটির আয়োজনে আমার প্রত্যাশা অনেক, তাই ভালো লাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।’”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী