দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:২৬

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষার উপদেষ্টা যে বিবৃতি দিয়েছেন।

ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক সংগঠন বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে চলেছে। সরকার শিক্ষাখাতে শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।

 

উপদেষ্টা বলেন, এসব দাবি ন্যায্য ও অযৌক্তিক, কিছু ক্ষেত্রে পরস্পরবিরোধী। একটি বৈষম্যবিরোধী দাবি মানলে অন্যত্র বৈষম্য তৈরি হতে পারে। শিক্ষাখাতের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর দাবিগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব থাকে, তাই তাৎক্ষণিক সমাধান দেওয়া কঠিন। তবুও, আন্দোলনকারীরা তাদের দাবিকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছেন এবং সেগুলোকে সড়কে আন্দোলনের মাধ্যমে দ্রুত সমাধানযোগ্য মনে করছেন। এর ফলে সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সরকারও দাবি বিবেচনার সুযোগ পাচ্ছে না।

 

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবি বিবেচনার জন্য সরকার ইতোমধ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে, যা সাত সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে। তিনি বলেন, সমস্যা শুরু হয়েছে কয়েক বছর আগে, যখন ঢাকার সাত কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর ফলে উভয়পক্ষের সমস্যা সৃষ্টি হয়েছে, এবং সাত কলেজের শিক্ষার্থীরা অসুবিধা ও বৈষম্যের শিকার হচ্ছেন।

 

এছাড়া, এক কলেজের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে আন্দোলন করেছেন এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। উপদেষ্টা বলেন, দেশের জটিল শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি তার সম্পূর্ণ সমর্থন রয়েছে, তবে রাস্তায় আন্দোলন ও অবরোধের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার নজীর নেই। তিনি শিক্ষার্থীদের কাছে ধৈর্য ধারণের এবং নিজেদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ জানান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট