দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:৪৬

ঢাবির ভর্তি পরীক্ষার ফি কমাতে শিবিরের স্মারকলিপি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কাছে স্মারকলিপি প্রদান করেছে। এ সময় তারা আবেদন ফি কমিয়ে শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে নিয়ে আসার দাবি জানান।  আজ বুধবার ঢাবি শিবির সভাপতি মো. আবু সাদিক (কায়েম) ও সেক্রেটারি এস এম ফরহাদ স্মারকলিপিটি তুলে দেন।

 

স্মারকলিপিতে নেতারা উল্লেখ করেন, ২৯ অক্টোবর ঢাবির রেজিস্ট্রার কর্তৃক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদন ফি ১০৫০ টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তারা বলেন, এই আবেদন ফি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

 

নেতারা জানান, ভর্তি পরীক্ষার আবেদন ফি গত পাঁচ বছরে তিনগুণ বেড়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ফি ছিল ৩৫০ টাকা, যা পরবর্তীতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪৫০, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৬৫০, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১,০০০ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১,০৫০ টাকায় উন্নীত হয়েছে। তারা অভিযোগ করেন, শুধুমাত্র ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ১৭ কোটি টাকা লাভ করেছে, যা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

 

শিক্ষার্থীদের বেশিরভাগই দরিদ্র-মধ্যবিত্ত পরিবারের সন্তান উল্লেখ করে নেতারা জানান, ৯৩ শতাংশ শিক্ষার্থীর পরিবার এ শ্রেণির। এ অবস্থায় তাদের ওপর অতিরিক্ত আবেদন ফি চাপিয়ে দেওয়াকে তারা নিন্দনীয় বলে মনে করছেন। তারা দাবি করেন, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমিয়ে শিক্ষার্থীদের জন্য সহজতর করতে হবে, যাতে অর্থনৈতিক সংকটে ভুগতে না হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট