দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২৮

কুবির প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বে অধ্যাপক জাকির ছায়াদউল্লাহ নিযুক্ত হলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত চলমান গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রমসহ সব প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

 

রেজিস্ট্রার বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, আজ বিশ্ববিদ্যালয়ের ডিন ও অধ্যাপকদের সঙ্গে আলোচনা করে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়গুলো দেখভাল করবেন।”

 

অধ্যাপক জাকির ছায়াদউল্লাহ খান কোন দায়িত্ব পালন করবেন, তা সম্পর্কে রেজিস্ট্রার জানান, “তিনি বিশ্ববিদ্যালয়ের সব চলমান কার্যক্রম দেখবেন। চলমান গুচ্ছ ভর্তি পরীক্ষা, বেতন-ভাতা, সরকারি গবেষণার অগ্রগতি, সেমিস্টার ফাইনালের রেজাল্ট শিটে স্বাক্ষরসহ যাবতীয় কাজ ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান সম্পাদন করবেন।”

 

উল্লেখ্য, গত ১৯ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং ২৮ আগস্ট উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির পদত্যাগ করেন। এছাড়া, গত ৪ জুলাই কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামানের মেয়াদ শেষ হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট