দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:২৮

৩ লাখ ৩২ হাজার টাকায় বিক্রি হওয়া ব্যাগটির আসল দাম জানলে আপনি অবাক হয়ে যাবেন।

পরেরবার লাক্সারি ব্যাগ কেনার আগে এই প্রতিবেদনটি একবার পড়ে দেখুন।আপনি হয়তো গুচি, ডিওর, আরমানি বা লুই ভুতোঁর একটি লাক্সারি ব্যাগ কেনার কথা ভাবছেন। বলা হয়ে থাকে, উচ্চাকাঙ্ক্ষী ও হাই-ফ্যাশন অনুসারী নারীদের জন্য ‘বস্তুগত বেস্ট ফ্রেন্ড’-এর প্রথম অবস্থানে থাকে ডায়মন্ড, আর দ্বিতীয় অবস্থানে থাকে লাক্সারি ব্যাগ। তবে এই প্রতিবেদনটি পড়ার পর লাক্সারি ব্যাগ কেনার আগে হয়তো দ্বিতীয়বার ভাবতে হবে।

 

### ৬ হাজারের ব্যাগ বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়

ইতালির মিলানের গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে ডিওরের একটি ব্যাগ তৈরিতে খরচ হয়েছে মাত্র ৫৭ ডলার, বা প্রায় ৬ হাজার ৮০০ টাকা। অথচ এই ব্যাগটি বিক্রি করা হয়েছে ২ হাজার ৭৮০ ডলার বা প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকায়। শুধু তাই নয়, ব্যাগটি যে কর্মপরিবেশে তৈরি করা হয়েছে, তা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা এবং ১৯৮৩ সালের আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করছে।

 

### ১২ হাজারের ব্যাগ বিক্রি হয়েছে ২ লাখ টাকায়

আরেক লাক্সারি ব্র্যান্ড আরমানির বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। আরমানি তৃতীয় পক্ষ থেকে মাত্র ৯৯ ডলারে একটি ব্যাগ কিনে তার ওপর নিজেদের লোগো বসানোর পর শোরুমে সেটি ১ হাজার ৯০০ ডলারে বিক্রি করেছে। অর্থাৎ, প্রায় ১২ হাজার টাকায় কেনা এই ব্যাগটি বিক্রি হয়েছে প্রায় ২ লাখ ২৭ হাজার টাকায়!

 

### বেদনাদায়ক কর্মপরিবেশ

তদন্তে দেখা গেছে, ডিওরের কারখানার কর্মীরা অমানবিক পরিবেশে দিনে প্রায় ১৮ ঘণ্টা টানা কাজ করেন। তারা কারখানার মধ্যেই স্লিপিং ব্যাগে ঘুমান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব কর্মীর বেশিরভাগই অবৈধ অভিবাসী, যাদের অনেকের বৈধ কাগজপত্র নেই। দ্রুত পণ্য উৎপাদনের জন্য এসব কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেই। এ রকম কর্মপরিবেশে তৈরি ব্যাগের দাম শুরু হয় ১ হাজার ডলার বা ১ লাখ ২০ হাজার টাকা থেকে!

 

### কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে?

এ তদন্তটি অত্যন্ত গোপনীয়তার মধ্যে সম্পন্ন হয়েছে এবং এর বেশিরভাগ ফলাফলই প্রকাশ্যে আসেনি। তবে ডিওর ও আরমানিকে জরিমানা করা হয়েছে এবং তাদের কর্মপরিবেশসহ নানা বিষয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ১ বছরের মধ্যে এই প্রতিষ্ঠানগুলিকে তাদের সব বেআইনি কার্যক্রম বন্ধ করতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট