ওজন নিয়ন্ত্রণের জন্য খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া একটি রোগ হিসেবে পরিচিত। কিন্তু খাবার খেয়ে খারাপ কিছু ঘটার আশঙ্কায় খাবার এড়িয়ে চলাও একটি রোগ—এটি অনেকেই জানেন না। বিষয়টি এমন নয় যে কেউ নিজেকে ‘মোটা’ মনে করছেন বা পছন্দের খাবার এড়াচ্ছেন। বরং, তারা নির্দিষ্ট পরিস্থিতি বা ঘটনার ভয়ে খাবার থেকে বিরত থাকেন।
এই রোগের নাম অ্যাভয়েডেন্ট রেস্ট্রিকটিভ ফুড ইনটেক ডিজঅর্ডার। চিকিৎসাবিজ্ঞানীরা মনে করেন, খাবারসংক্রান্ত ভয়াবহ অভিজ্ঞতার কারণে এটি হতে পারে। যে কোনো বয়সে এই সমস্যা সৃষ্টি হতে পারে, এবং পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠতে পারে যে আক্রান্ত ব্যক্তির ওজন মারাত্মকভাবে কমে যায় এবং অপুষ্টিতে ভোগেন।
উদাহরণ হিসেবে, যদি কেউ খাবার খাওয়ার সময় শ্বাসনালিতে আটকে যায়, তাহলে এ ধরনের ঘটনা দেখার পর ওই ব্যক্তি ওই খাবার থেকে ভয় পেতে পারেন। অন্যদিকে, খাবার খাওয়ার পর যদি কারো বমি হয়, তবে সেই খাবার খাওয়ার ভয়ে তিনি খাবার এড়িয়ে চলতে পারেন।
এই রোগে আক্রান্ত ব্যক্তি নির্দিষ্ট ধরনের গঠন, রং বা ঘ্রাণের খাবার এড়িয়ে চলেন এবং শুধুমাত্র ‘নিরাপদ’ খাবার গ্রহণ করেন, যা তাঁদের পুষ্টির চাহিদা পূরণ করে না।
যেহেতু এই রোগের চিকিৎসা প্রয়োজন, তাই পরিচিত মহলে এমন কাউকে দেখলে তাঁকে চিকিৎসার জন্য উৎসাহিত করুন। কারণ, চিকিৎসা না করলে রোগটি জটিলতর হয়ে উঠতে পারে।