দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩২

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৪০০ করাটাই যেন ‘নিয়ম’

বাংলাদেশের বিপক্ষে টেস্টে ১০ম বার ৪০০ ছাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা

প্রতিপক্ষ যখন বাংলাদেশ, আর সংস্করণটা টেস্ট—নিজেদের প্রথম ইনিংসে ৪০০ করাটা ডালভাতই দক্ষিণ আফ্রিকার জন্য। টেস্টে এ পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ২০১৫ সালে মিরপুর টেস্টে ব্যাটিংয়েই নামতে পারেনি প্রোটিয়ারা। বাকি ১৫ ম্যাচে ১০ বারই প্রথম ইনিংসে ৪০০ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকা, যার সর্বশেষটি চলমান চট্টগ্রাম টেস্টেই করেছে দলটি।

টেস্টে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চেয়ে একটি দলই বেশিবার ৪০০ করতে করেছে। সেই দলটির নাম শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে ২৬ টেস্টে ১৮ বার ৪০০ ছাড়িয়েছে লঙ্কানরা।

বাংলাদেশের বিপক্ষে ৪০০ করায় দক্ষিণ আফ্রিকার সঙ্গী ভারতও। ১৫ টেস্টে ভারতীয়রাও ১০ বার ৪০০ পেরিয়েছে বাংলাদেশের বিপক্ষে। ৯ বার ৪০০ করে এরপরই আছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪০০

৪০০ দল ম্যাচ ইনিংস
১৮ শ্রীলঙ্কা ২৬ ৪২
১০ ভারত ১৫ ২৪
১০ দ. আফ্রিকা ১৬ ২১
নিউজিল্যান্ড ১৯ ২৯
পাকিস্তান ১৫ ২৩
উইন্ডিজ ২০ ৩৭
ইংল্যান্ড ১০ ১৭

৪০০-র মতো টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৫০০ করাতেও সবার ওপরে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে ১১ বার ৫০০ করেছে লঙ্কানরা। ৫ করে ৫০০ করে দুইয়ে ভারত ও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে ৫০০ করল চতুর্থবার। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও চারবার ৫০০ করেছে বাংলাদেশের বিপক্ষে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট