দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০০:৩৯

ফিরে শুটিংয়ে ব্যস্ত মাহি।

বর্তমানের ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। বছরজুড়ে তিনি নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকেন, তবে দেশের পরিস্থিতির কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল। চলতি মাস থেকে তিনি আবার শুটিং শুরু করেছেন এবং ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। এল আর সোহেল পরিচালিত দুটি নাটকে অভিনয় করেছেন, একটিতে খায়রুল বাসারের বিপরীতে এবং অন্যটিতে নিলয় আলমগীরের সঙ্গে। সম্প্রতি, চয়নিকা চৌধুরী পরিচালিত একটি নতুন নাটকের শুটিং শুরু করেছেন, যেখানে তিনি জোনায়েদ বোগদাদীর বিপরীতে অভিনয় করছেন।

 

মাহি জানান, চয়নিকা এবং জোনায়েদ দুজনের সঙ্গেই এটি তার প্রথম কাজ, যা তাকে নতুন অভিজ্ঞতা দিচ্ছে। তিনি বলেন, “চয়নিকা দি’র কাজ আমার পছন্দ, আর জুনায়েদের সঙ্গেও এটি প্রথম। সব মিলিয়ে একটি ভালো গল্পে কাজ করছি।”

 

শুটিংয়ে আবার ব্যস্ত হয়ে কেমন লাগছে জানতে চাইলে মাহি বলেন, “এখনো সবকিছু স্বাভাবিক হয়নি, নাটকের কাজ আগের মতো হচ্ছে না। তবে লাইট, ক্যামেরা, অ্যাকশনে আমি অভ্যস্ত। আশা করছি, চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করে দর্শকদের সামনে ভালো কিছু উপস্থাপন করতে পারব।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী