দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৩৩

রামপুরায় লেগুনাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

লেগুনাচালক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা, ৩০ অক্টোবর

রাজধানীর রামপুরায় লেগুনাচালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (৩২) ও রাতুল ইসলাম (২১)।

পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে রামপুরা ব্রিজের কাছে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা লেগুনাচালক হাসান হাওলাদারকে ছুরিকাঘাত করে হত্যা করে। তাঁকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা আরেক লেগুনাচালক নুরে আলমকেও (২৩) ছুরিকাঘাত করে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ প্রথম আলোকে বলেন, লেগুনচালক হাসান হাওলাদার হত্যায় গতকাল রাতে ছয়জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। বাড্ডা থানার পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত সোহেল ও রাতুল ইসলামকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ