বিজ্ঞাপন নির্মাতারা সংস্কারের দাবি তুলেছেন এবং এরইমধ্যে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। এই ধর্মঘটে অংশ নিয়েছে বিজ্ঞাপন সংশ্লিষ্ট প্রায় সকল সংগঠন। আজ রবিবার থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাডফিল্ম অ্যান্ড কনটেন্ট প্রডিউসার্স (বিএএসিপি) এর সদস্যরা তিনটি দাবি নিয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবিগুলি হলো: পূর্বের বকেয়া নিষ্পত্তি, সময়মতো কাজের আদেশ প্রদান, এবং ৭৫ শতাংশ অগ্রিম অর্থ প্রদানের পর অবশিষ্ট ২৫ শতাংশ বিলিংয়ের ৪৫ দিনের মধ্যে প্রদান।
বিএএসিপি’র নেতারা জানিয়েছেন, বাংলাদেশ যেহেতু সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, বিজ্ঞাপনচিত্র শিল্পকেও সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
বিএএসিপি’র আহ্বায়ক মো. হাবিবুর রহমান তারেক বলেন, “আমরা বিজ্ঞাপনী সংস্থাগুলোর সঙ্গে একাধিকবার আলোচনা করেছি এবং ইমেইল মারফত সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছি। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”