দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫৯

**রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন**

বয়স্ক ব্যক্তিরা প্রায়ই বাতব্যথায় আক্রান্ত হন, যা বিভিন্ন স্থানে যেমন কোমর, হাঁটু, কিংবা ঘাড়-মাথায় হতে পারে। সাধারণত, এই ব্যথার কারণ অস্থিক্ষয় যা বয়স বৃদ্ধির সাথে সম্পর্কিত। ৫০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।

 

মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে, তবে প্রায় ৫০% ক্ষেত্রে চিকিৎসকরা সঠিক কারণ নির্ধারণ করতে পারছেন না এবং এসব সমস্যা মাইগ্রেন নামে পরিচিত হয়ে থাকে। মাইগ্রেন সাধারণত উঠতি বয়সের ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়।

 

উচ্চ রক্তচাপ সাধারণত প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ তৈরি করে না, ফলে অনেকেই জানেন না যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। অনেক সময় রোগীরা দীর্ঘ সময় ধরে অনিয়ন্ত্রিত রক্তচাপ নিয়ে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারেন। উচ্চ রক্তচাপ থাকলে হৃদপিন্ডকে বেশি শক্তি ব্যয় করতে হয়, যা হার্টের কলেবর বৃদ্ধি পেতে পারে। এতে হার্টের দেয়াল মোটা হয়ে গিয়ে হৃদপিন্ড আরও বেশি কাজ করতে সক্ষম হয় না।

 

এই পরিস্থিতিতে রোগীরা বুকব্যথা, শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া, পেট ফুলে যাওয়া, গ্যাস, বদহজম ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে পারেন। এ কারণে উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ হিসেবে উল্লেখ করা হয়।

 

উচ্চ রক্তচাপ কখনও কখনও কিছু উপসর্গ প্রকাশ করতে পারে, যেমন অস্থিরতা, কাজে মন না বসা, ঠান্ডা ও গরম সহ্য করার ক্ষমতা কমে যাওয়া, এবং মাথা ব্যথা। তবে, এই উপসর্গগুলি সাধারণত ১০% রোগীর মধ্যে দেখা যায়।

 

অস্বস্তিকর অবস্থায় রক্তচাপ সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। তীব্র ব্যথা যেমন পেট, বুক, হাত-পা, অথবা মাথাব্যথার কারণে রক্তচাপ সাময়িকভাবে বাড়তে পারে। ঘাড়-মাথা ব্যথা হলে যদি রক্তচাপ বেশি পরিমাপিত হয়, তাতে সঠিকভাবে বলা যাবে না যে ব্যথা থেকে রক্তচাপ বেড়েছে কিংবা রক্তচাপ বৃদ্ধির কারণে ব্যথা হচ্ছে।

 

ঘাড়-মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপের সম্পর্ক বোঝার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাই এসব ক্ষেত্রে অবহেলা না করে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।

 

লেখক: চিফ কনসালটেন্ট, শমশের হার্ট কেয়ার, শ্যামলী, ঢাকা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট