দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩১

**ভোলায় এইচপিভি টিকা নেওয়ার পর ৬৫ ছাত্রী অসুস্থ**

**ভোলা: জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা গ্রহণের পর ৬৫ ছাত্রী অসুস্থ**

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা নেওয়ার পর ৬৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে টিকা দেওয়ার পর দুপুর সাড়ে ১১টার দিকে প্রথম ছাত্রী অসুস্থ হয়ে পড়েন, এরপর একে একে অন্য ছাত্রীরা অসুস্থ হন। অসুস্থ ছাত্রীদের দেখতে অভিভাবক ও স্থানীয়রা হাসপাতালে ভিড় জমায়। এর মধ্যে ৪৮ জনকে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং ৬ জনকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।

 

এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানউজ্জামান হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীদের খোঁজ খবর নেন। পরবর্তীতে জেলা প্রশাসক মো. আজাদ জাহানও হাসপাতালে গিয়ে চিকিৎসার পরিস্থিতি পর্যালোচনা করেন।

 

জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে স্কুলে টিকা দেওয়া শুরু হয়। একজন ছাত্রী অসুস্থ হওয়ার পর দ্রুত টিকাদান বন্ধ করে ছাত্রীদের হাসপাতালে নেওয়া হয়।

 

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ জানিয়েছেন, জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকাদান চলাকালীন এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, এবং এরপর আরও অনেক ছাত্রী অসুস্থ হন। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, ছাত্রীরা ১ থেকে ২ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে উঠবে এবং এটি মাস্ক সার্জিক্যাল সমস্যার কারণে হতে পারে।

 

জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, এ ধরনের ঘটনার জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এর আগে এ জেলায় এই টিকা দেওয়ার পর কোনো সমস্যা হয়নি এবং অসুস্থ হওয়া ছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভোলা থেকেও একটি মেডিকেল টিম আনা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট