দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১১:০২

৩৫ শতাংশ লভ্যাংশ দেবে এসিআই

এসিআই

এসিআই লিমিটেড গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এই সময়ের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ। বাকি ১৫ শতাংশ বোনাস।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ঘোষণায় এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা। আগের বছর সমন্বিত লোকসান ছিল ৬ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৯১ টাকা ১৭ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী