দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩৮

পেরোল ব্যাংকিং গ্রাহকদের জন্য ‘অ্যাডভান্স স্যালারি’ সেবা চালু প্রাইম ব্যাংকের

রাজধানী ঢাকার গুলশানে সম্প্রতি নিজেদের করপোরেট অফিসে ডাচ্-বাংলা প্যাক লিমিটেডের সঙ্গে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে প্রাইম ব্যাংক পিএলসি

পেরোল ব্যাংকিং সেবার গ্রাহকদের জন্য ‘অ্যাডভান্স স্যালারি’ সেবা চালু করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের পেরোল সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মীরা প্রাইমঅগ্রিম মোবাইল অ্যাপের মাধ্যমে এই সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে নিজেদের করপোরেট অফিসে ডাচ্-বাংলা প্যাক লিমিটেডের সঙ্গে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে প্রাইম ব্যাংক পিএলসি।

চুক্তি অনুযায়ী ব্যাংকের পেরোল সেবার গ্রাহক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা প্যাকের কর্মীরা প্রাইম ব্যাংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্ল্যাটফর্ম ‘প্রাইমঅগ্রিম’ ব্যবহার করে অ্যাডভান্স স্যালারি নিতে পারবেন। মূলত অংশীদার প্রতিষ্ঠানের কর্মীদের জরুরি আর্থিক প্রয়োজন সহজ ও সফলভাবে মেটাতেই সেবাটি চালু করা হয়েছে।

‘প্রাইমঅগ্রিম’ তৈরিতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং বিকল্প ক্রেডিট অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করা হয়েছে। প্ল্যাটফর্মটি রিয়েল টাইমে গ্রাহকদের ক্রেডিট পাওয়ার যোগ্যতা মূল্যায়ন এবং ডিজিটালভাবে ঋণ বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এর ফলে হাতে হাতে নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন হয় না।

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমান এবং ডাচ্-বাংলা প্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুমিত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কনজ্যুমার সেলস মামুর আহমেদ, এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মো. আসিফ বিন ইদ্রিস এবং ডাচ্-বাংলা প্যাক লিমিটেডের হেড অব ফাইন্যান্স আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র অফিসার (সাসটেইনেবিলিটি অ্যান্ড প্লানিং) মারিয়া তৃপ্তিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট