দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:২২

ঘরদোরের কাজে ব্যবহৃত এই তিনটি পণ্য কি আলঝেইমারের ঝুঁকি বাড়ায়?

আপনি হয়তো গৃহস্থালি কাজে ব্যবহৃত কিছু পণ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে শুনেছেন। ঘর পরিষ্কারের এই পণ্যগুলোর মাধ্যমে আমরা যে রাসায়নিক শ্বাসের সঙ্গে গ্রহণ করি, তার গায়ে সতর্কতা লেখা থাকে। এয়ার ফ্রেশনার দুর্গন্ধ দূর করে, পরিষ্কারক কেমিক্যাল জীবাণু দূর করে, কিন্তু দীর্ঘদিন ধরে এই পণ্যগুলোর স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্ট ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) গৃহস্থালির কাজে ব্যবহৃত প্রায় দুই হাজার ক্ষতিকর রাসায়নিক চিহ্নিত করেছে, যেগুলো শ্বাসতন্ত্র, হরমোন, স্নায়ুতন্ত্রে সমস্যা ও ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

 

এসব স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে অন্যতম হলো মস্তিষ্কের রোগ। যুক্তরাষ্ট্রে প্রায় ৭০ লাখ মানুষ আলঝেইমারে আক্রান্ত, যা ২০৫০ সালে প্রায় ১ কোটি ৩০ লাখে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি চীনের একটি দীর্ঘমেয়াদি গবেষণায় গৃহস্থালি কাজে ব্যবহৃত তিনটি রাসায়নিককে আলঝেইমারের ঝুঁকি বাড়ানোর জন্য চিহ্নিত করা হয়েছে। ১৫ অক্টোবর ‘সেল’ নামের একটি জার্নালে এ সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়, যেখানে ২০১৮ সাল থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করা হয়। এতে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের স্বাস্থ্যের ওপর আট ধরনের রাসায়নিকের প্রভাব পর্যালোচনা করা হয়েছে:

 

১. কীটনাশক

২. মশা ও অন্যান্য কীটপতঙ্গ তাড়ানোর রিপেলেন্ট

৩. দাঁতের ক্ষয় রোধে ব্যবহৃত অ্যান্টি-কেরিজ এজেন্ট

৪. এয়ার ফ্রেশনার

৫. এয়ার পিউরিফায়ার

৬. জীবাণুনাশক

৭. টয়লেট ক্লিনার

৮. তেল দূর করার উপাদান

 

গবেষণায় দেখা গেছে, নিয়মিত জীবাণুনাশক, এয়ার ফ্রেশনার ও অ্যান্টি-কেরিজ এজেন্ট ব্যবহারে প্রবীণদের বোধশক্তি হ্রাস পেতে পারে। একাধিক পণ্যের সংস্পর্শে নিয়মিত এলে ডিমেনশিয়ার ঝুঁকিও বাড়তে পারে। এই রাসায়নিকগুলোর ঘন ঘন ব্যবহারে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

 

গবেষণার ফলাফল থেকে দেখা যায়, ঘরদোরে ব্যবহৃত এসব রাসায়নিক শিশুসহ বয়স্ক ব্যক্তিদের জন্য ক্ষতিকর। গবেষকেরা আরও জানান, প্রবীণ ব্যক্তিরা তরুণদের তুলনায় বেশি সময় বাড়িতে থাকেন, ফলে ঘরের বায়ুর মান তাদের স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে। এই গবেষণা থেকে এটা স্পষ্ট যে বাইরে গিয়ে মুক্ত বায়ু গ্রহণ করা স্বাস্থ্যের জন্য আক্ষরিক অর্থেই উপকারী।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট