প্রায় এক যুগের সংগীতযাত্রায় দেশের সীমানা পেরিয়ে বাংলা গানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সফল হয়েছে ব্যান্ড চিরকুট। সেই ধারাবাহিকতায় ব্যান্ডটির গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি দ্বিতীয়বারের মতো বিশ্বের বৃহত্তম সংগীত সম্মেলন ওম্যাক্স-এ (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো) অংশ নিচ্ছেন। এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। ২৪-২৬ অক্টোবর তিন দিনব্যাপী চলা এই আন্তর্জাতিক সম্মেলনে ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ মোট আড়াই হাজারেরও বেশি সংগীত পেশাদার উপস্থিত রয়েছেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্যাতিমান সংগীত পেশাদাররা মিলিত হয়ে মতবিনিময় করেন। এটি আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ এবং লোকাল মিউজিকসহ সব ধরনের সংগীতের বৃহত্তম বাজার হিসেবে পরিচিত। এর আগে, ২০২২ সালে পর্তুগালে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকলেও এই বছর সুমি প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করছেন। ২৫ অক্টোবর তিনি বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সুমি বলেন, “চিরকুটের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মিউজিককে প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের বিষয়। আমি আমাদের ব্যান্ডের কার্যক্রম ও বাংলা গানের ঐতিহ্য তুলে ধরেছি। বিশ্বের বিভিন্ন গুণীজনদের সঙ্গে একত্রিত হতে পেরে দারুণ আনন্দ লাগছে।” শুধু ওম্যাক্স নয়, সুমি জানায়, তিনি নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনেও অংশ নিতে যাচ্ছেন, যা ৪ নভেম্বর শুরু হবে।