কয়েক দিন আগেও বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ ছিলেন রবার্তো মানচিনি। সৌদি আরব জাতীয় দলের কোচ হিসেবে ইতালিয়ান এই কোচকে বেতন দেওয়া হতো বছরে ২ কোটি ১৫ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৩ কোটি ৮৯ লাখ টাকা)। এর মধ্যে গত শুক্রবার মানচিনির সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব ছাড়ার খবর সামনে আসে।
এক বিবৃতিতে ইতালির হয়ে ইউরোজয়ী এই কোচের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের ফুটবল কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়, ‘সৌদি ফুটবল ফেডারেশনের বোর্ড পরিচালকেরা এবং জাতীয় দলের কোচ রবার্তো মানচিনি বৃহস্পতিবার নিজেদের চুক্তিভিত্তিক সম্পর্ক শেষ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।’
সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচের তালিকায় গার্দিওলার ঠিক পরেই আছেন তাঁরই একসময়ের শিষ্য মিকেল আরতেতা। আর্সেনালকে নতুন দিনের স্বপ্ন দেখানো এই কোচ বেতন পান বছরে ১ কোটি ৫০ লাখ পাউন্ড। পরের তিনটি স্থানে জায়গা পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি এবং ফেনেরবাচের জোসে মরিনিও।
সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ
কোচ | ক্লাব | বেতন (পাউন্ড) |
---|---|---|
পেপ গার্দিওলা | ম্যানসিটি | ২ কোটি |
মিকেল আরতেতা | আর্সেনাল | ১ কোটি ৫০ লাখ |
দিয়েগো সিমিওনে | আতলেতিকো | ১ কোটি ১০ লাখ |
কার্লো আনচেলত্তি | রিয়াল মাদ্রিদ | ৯০ লাখ ৬০ হাজার |
জোসে মরিনিও | ফেনেরবাচে | ৮০ লাখ ৯০ হাজার |
হোর্সে জেসুস | আল হিলাল | ৮০ লাখ ৪০ হাজার |
লুইস এনরিকে | পিএসজি | ৭০ লাখ ৫০ হাজার |
আর্নে স্লট | লিভারপুল | ৬০ লাখ ৮০ হাজার |
এরিক টেন হাগ | ইউনাইটেড | ৬০ লাখ ৮০ হাজার |
ভিনসেন্ট কোম্পানি | বায়ার্ন মিউনিখ | ৬০ লাখ ৭০ হাজার |