দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩৪

শান মাসুদকে উল্টাপাল্টা প্রশ্ন করে তোপের মুখে রমিজ রাজা

রমিজ রাজা

হতাশার একটা অধ্যায় পার করে পাকিস্তানের ক্রিকেটে এখন উৎসবের আমেজ। ঘরের মাঠে ২০২১ সালের পর টেস্ট সিরিজ জয়, সেটাও আবার ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে।

এই উৎসবের মধ্যেই পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা শান মাসুদকে প্রশ্ন করতে গিয়ে হতাশার অতীত টেনে এনেছেন। প্রশ্ন করতে গেলে অতীত তো আসবেই, কিন্তু রমিজ সমালোচনার মুখে পড়েছেন তাঁর প্রশ্নের ধরন নিয়ে। এমনকি পিসিবি তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে বলে খবর দিয়েছে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম।

ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে দ্বিতীয় টেস্টে জয়ের আগে শান মাসুদ অধিনায়ক হিসেবে টানা ৬ ম্যাচ হেরেছিলেন। এমনকি বাংলাদেশের বিপক্ষেও ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। সেই প্রসঙ্গে তুলে এনে রমিজ প্রশ্ন করেন—টানা ৬টি ম্যাচ কীভাবে হারলে?

ম্যাচ শেষে স্পোর্টস সেন্ট্রালে দেওয়া সাক্ষাৎকারের সময় শান মাসুদকে প্রথমে প্রশ্নটি করেছিলেন সঞ্চালক জয়নাব আব্বাস। তাঁর মুখ থেকে প্রশ্নটি কেড়ে নিয়ে রমিজ হাসতে হাসতেই বলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’ শান মাসুদও উত্তর দিয়েছেন হাসিমুখেই। তিনি বলেছেন, ‘রমিজ ভাই, আসলে এটাকে বাজে একটা রাতের মতো মনে হয়েছে। আপনি একের পর এক যখন ম্যাচ হারবেন, এটা কষ্টদায়ক।’

এরপরই শান মাসুদকে থামিয়ে রমিজ বলেন, ‘এই খারাপ সময়ে তোমার পাশে কে ছিল?’ শান মাসুদের উত্তর ছিল এমন, ‘অনেক মানুষ। পরিবার তো আছেই, ক্রিকেট পরিবারও পাশে ছিল। বাংলাদেশের কাছে হারের পর অনেকেই ইতিবাচক বার্তা দিয়েছে। এমনকি ক্রিকেট বোর্ড, খেলোয়াড়দের মধ্য থেকেও। একটা কথা এখনো মনে আছে—প্রথম ম্যাচে যখন হারলাম, তখন রিজওয়ান বলেছিল ‘‘আল্লাহ পরীক্ষা নিচ্ছে, হয়তো বড় কোনো কাজ আমাদের দিয়ে করাবেন।’’ দিন শেষে দলের জয় চাই, আমার কী হোক না হোক, আমি পরোয়া করি না। আমাদের, পুরো জাতির জয়টা প্রয়োজন ছিল।’

এত বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন, এরপরও জয়ী অধিনায়ককে কী প্রশ্ন করতে হয়, এর কোনো ধারণাই নেই

রমিজ রাজাকে নিয়ে আমির

এরপর শান মাসুদের একটি শট নিয়েও প্রশ্ন তোলেন রমিজ। সিরিজ জেতার পর হতাশার অধ্যায় টেনে এনে এমন প্রশ্ন করায় রমিজের ওপর পাকিস্তান ক্রিকেট বোর্ড অখুশি বলে খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে পিসিবির ধারাভাষ্য প্যানেলে তাঁকে নাও রাখতে পারে পিসিবি। অধিনায়ক শান মাসুদও নাকি এমন প্রশ্নে অখুশি।

রমিজের এমন প্রশ্নে ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরও। রমিজের সমালোচনা করে তিনি বলেছেন, ‘যখন কৃতিত্ব দেওয়া প্রয়োজন, তখন কৃতিত্ব দিন। শানের জন্য খুব খারাপ লেগেছে। এত বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন, এরপরও জয়ী অধিনায়ককে কী প্রশ্ন করতে হয়, এর কোনো ধারণাই নেই।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট