দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৯

সপ্তাহে চার দিন কাজের রীতি চালু করেও আইসল্যান্ডের উচ্চ প্রবৃদ্ধি

সপ্তাহে চার দিন কাজের রীতিতে সফলতা মিলছে।

সপ্তাহে চার দিন কাজের রীতি চালু করেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে ইউরোপের দেশ আইসল্যান্ড। বরং চার দিন কাজ করেও দেশটি ইউরোপের অধিকাংশ দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বলে গবেষণায় জানা গেছে।

শুক্রবার প্রকাশিত সেই গবেষণায় বলা হয়, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দেশটির ৫১ শতাংশ কর্মী সপ্তাহে চার দিন কাজ করেছেন। এই সময় তাঁদের বেতন অপরিবর্তিত ছিল। বর্তমানে এই হার আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে।

ব্রিটেনের অটোনমি ইনস্টিটিউট ও আইসল্যান্ডের অ্যাসোসিয়েশন ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ডেমোক্রেসির (আলডা) গবেষণায় এই চিত্র পাওয়া গেছে। তারা বলেছে, আইসল্যান্ডের অর্ধেকের বেশি কর্মী সপ্তাহে চার দিন কাজ করলেও গত বছর আইসল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইউরোপের অধিকাংশ দেশের চেয়ে বেশি ছিল। দেশটির বেকারত্বের হারও ইউরোপের মধ্যে অন্যতম সর্বনিম্ন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট