দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩৩

কোহলি দুইবারেও যা পারেননি, শুরুতেই তা করে ফেলেছেন জয়সোয়াল

যশস্বী জয়সোয়াল

টেস্ট অভিষেক ২০২৩ সালের জুলাইয়ে। অভিষেক টেস্টেই করেছিলেন ১৮৭। এর পর থেকে যশস্বী জয়সোয়ালের ব্যাটে রানের ফল্গুধারা আর থামেনি। ২০২৩ সালে তিন টেস্ট খেলে করেছিলেন ২৮৮ রান। ২০২৪ সালে এসে তাঁকে যেন পেয়ে বসেছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার নেশায়। রেকর্ডও হয়ে গেছে এতে।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৭ রানের এক ইনিংস খেলে ভেঙে দিয়েছেন ৪৫ বছরের পুরোনো এক রেকর্ড। এক পঞ্জিকাবর্ষে ভারতের মাটিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডে জয়সোয়াল পেছনে ফেলেছেন কিংবদন্তি গুণ্ডাপ্পা বিশ্বনাথকে। ১৯৭৯ সালে ভারতের মাটিতে ১৩ ম্যাচে ১৯ ইনিংসে ১০৪৭ রান করেছিলেন বিশ্বনাথ। পুনে টেস্টের পর এ বছর ভারতের মাটিতে জয়সোয়ালের রান হয়ে গেছে ১০৫৬।

ভারতের প্রথম ইনিংসে ৩০ রানের ইনিংস খেলার সময় দেশের মাটিতে বছরে ৯৭৯ রান হয়ে যায় জয়সোয়ালের। বিশ্বনাথকে টপকে যেতে প্রয়োজন ছিল ৬৯ রান। আজ ২১তম ওভারে কিউই স্পিনার এজাজ প্যাটেলকে ব্যক্তিগত ৬৮ রানে চার মেরে যা করে ফেলেন জয়সোয়াল। এ জন্য ৯ টেস্টে ১৭ ইনিংস খেলতে হয়েছে তাঁকে। ১৯৭৬ সালে বিশ্বনাথ করেছিলেন ১০৪৭ রান, যা করতে তাঁকে খেলতে হয়েছিল ১৩ টেস্ট। ইনিংসের হিসাব করলে ১৯। বিশ্বনাথের চেয়ে ৪ টেস্ট কম খেলেই তাঁকে টপকে গেছেন জয়সোয়াল। ইনিংস ধরলে লেগেছে ২ ইনিংস কম।

ভারতে হাজার রানের বছরে বিশ্বনাথের বয়স ছিল ৩০। তত দিনে তিনি সুনীল গাভাস্কারের পর ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছেন। যেখানে ২২ বছর বয়সী জয়সোয়ালের ক্যারিয়ারের এখনো ঊষাকাল। সামনে আরও অনেক অর্জনের প্রতিশ্রুতিও দিচ্ছে তাই এই রেকর্ড।

জয়সোয়ালের ব্যাটে এই রান–বন্যার শুরু এ বছর জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। এই সিরিজে ৫ টেস্টে ৯ ইনিংসে করেন ৭১২ রান। হাজার রানের প্রায় দুই–তৃতীয়াংশই করেছেন সেই সিরিজে—৫ টেস্টের ৯ ইনিংসে ৭১২ রান। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ২ টেস্টের ৪ ইনিংসে করেন ১৮৯। পুরো বছরে সেঞ্চুরি করেছেন দুটি, সেই দুটিই আবার ডাবল সেঞ্চুরি। চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ২ টেস্টে ৪ ইনিংসে করেছেন ১৫৫ রান। সিরিজে এখনো একটি টেস্ট বাকি। কাজেই রেকর্ডটাকে জয়সোয়াল যেখানে নিয়ে যাবেন, ভবিষ্যতে কারও পক্ষে তা ভাঙা কঠিনই হবে।

ভারতের মাটিতে এক বছরে হাজার রান আছে শুধু বিশ্বনাথ ও জয়সোয়ালের। দুবার অবশ্য কাছাকাছি গিয়েছিলেন বিরাট কোহলি। সেটিও টানা দুই বছরে। ২০১৬ সালে ৮ টেস্টের ১৪ ইনিংসে ৯৬৪ রান করার পর পরের বছর ৭ ম্যাচে ১২ ইনিংসে কোহলি করেছিলেন ৮৯৮ রান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট