দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ১৬:৩০

সিনেমা দেখা শেষে অভিনেতার গালে নারী দর্শকের চড় মারার ঘটনা ঘটেছে।

সিনেমা হলে এক নারী দর্শকের হাতে চড় খেয়েছেন তেলেগু অভিনেতা এনটি রামাস্বামী। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মাল্টিপ্লেক্সে সিনেমার প্রদর্শন শেষে, যখন পর্দায় বিভিন্ন বিবরণী প্রদর্শিত হচ্ছিল, তখন রামাস্বামী মঞ্চে উপস্থিত ছিলেন।

 

হঠাৎ করে দর্শক সারি থেকে দৌড়ে মঞ্চে উঠে এসে মধ্যবয়সী ওই নারী রামাস্বামীকে আক্রমণ করেন। তিনি তাকে থাপ্পড় মারেন এবং কলার ধরে টানাহেঁচড়া শুরু করেন, প্রশ্ন করতে থাকেন, “তুমি কেন এই জুটিকে (সিনেমার প্রধান তারকা জুটি) সমস্যায় ফেললে?”

 

জানা যায়, কয়েকদিন আগে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘লাভ রেড্ডি’তে খল চরিত্রে অভিনয় করেছেন এনটি রামাস্বামী, যেখানে তিনি নায়ক-নায়িকার বিচ্ছেদের কারণ ছিলেন। স্মরণ রেড্ডি নির্মিত এই সিনেমাটি ১৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং এতে নতুন মুখ অঞ্জন রামচেন্দ্র ও শ্রাবণী জুটি বেঁধে অভিনয় করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী