ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি ও নিজেদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২৬ অক্টোবর) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম এ কর্মসূচি জানায়। রবিবার (২৭ অক্টোবর) শুরু হয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) পর্যন্ত চলবে এ কর্মসূচি।
প্রথম দিন ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কন, সোমবার বিভাগভিত্তিক গণসংযোগ এবং মঙ্গলবার ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দাবি বাস্তবায়ন না হলে মঙ্গলবার পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্যরা জানান, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে এই সিদ্ধান্ত ছিল অপরিকল্পিত, ফলে শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে বিগত ৮ বছরে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। শিক্ষার মানের উন্নতির পরিবর্তে ঢাবি প্রশাসনের বৈষম্যমূলক নীতির কারণে শিক্ষার্থীরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, তারা এখন স্বতন্ত্র পরিচয়ের অভাব অনুভব করছেন এবং একাডেমিক সেশনজট, শ্রেণিকক্ষ ও ল্যাব সংকট, আবাসন সমস্যা, ফলাফল প্রকাশের বিলম্ব, এবং পরীক্ষার মূল্যায়নে অসঙ্গতির মতো বিভিন্ন সমস্যার সমাধান চান।
সাত কলেজের শিক্ষার্থীরা স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন। এ দাবি বাস্তবায়নের জন্য শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং ঢাবির উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হলেও এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তাদের কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে:
১. সাত কলেজ নিয়ে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত সংস্কার কমিশন গঠন।
২. সংস্কার কমিশন ৩০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করবে।
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় রেখে বর্তমান কাঠামো সচল রাখতে কাজ করবে।