বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয় বিশেষায়িত, এবং এসব বিষয়ের হাতে-কলমে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে যোগদান পরবর্তী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে উপাচার্য জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের নিহতদের জন্য রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সভায় দোয়া ও মোনাজাতও করা হয়।
উপাচার্য বলেন, শিক্ষার্থীরা আমাদের মূল প্রাণ, তাদের সেবার জন্য আমাদের সদা সচেষ্ট থাকতে হবে, যাতে তারা আনন্দ নিয়ে শিক্ষা গ্রহণ করে এবং কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে।
তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলাদা পরিচিতি সভা করেন।