দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২৩

ছয় বছর পর আবারও প্রচারে আসছে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’।

ছয় বছর বিরতির পর আবারও প্রচারে আসছে ভারতের ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’। সম্প্রতি একটি টিজার প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। ‘সিআইডি’র নির্মাতা বিপি সিং সোশ্যাল মিডিয়ায় নতুন টিজার শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে, আগামীকাল ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী টেলিভিশন সিরিয়াল ‘সিআইডি’। আগের মতোই এই নতুন শোতে অভিনয় করবেন শিবাজী সত্যম, দয়ানন্দ শেঠি এবং আদিত্য শ্রীবাস্তব। এটি সনি টেলিভিশনে সম্প্রচারিত হবে। টিজারে দেখা যাচ্ছে, এসিপি প্রদ্যুম্নের চরিত্রে ফের শিবাজী সত্যম অভিনয় করছেন। তিনি উত্তেজিত অবস্থায় একটি পুলিশের গাড়ি থেকে নেমে আসছেন, যা দেখে মনে হচ্ছে কোনো এলাকায় বোমা বিস্ফোরণ ঘটতে চলেছে। টিজারের ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে ক্লাসিক থিম মিউজিক, যা অনুরাগীদের মনে পুরোনো স্মৃতি জাগিয়ে তুলেছে। এসিপির সঙ্গে সঙ্গে ক্যামেরা কাট করে বিগ ক্লোজ আপে দেখা যাচ্ছে অভিজিৎ, অর্থাৎ আদিত্য শ্রীবাস্তবের দুটি চোখ, যা প্রোমোর উত্তেজনা আরও বাড়িয়েছে। ‘সিআইডি’র প্রোমোর শেষে একটি গুলির শব্দ শোনা যায়, যা বোঝায় যে সিরিয়ালটি আরও বেশি অ্যাকশনে ভরপুর হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট