দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৩৫

এইচএসসি পরীক্ষার ১ লাখ ৮০ হাজার খাতা ঢাকা বোর্ডে চ্যালেঞ্জ করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা ১ লাখ ৮০ হাজার ৬০টি খাতা চ্যালেঞ্জ করেছেন। ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া ২২ অক্টোবর শেষ হয়। আগামী ১৩ বা ১৪ নভেম্বরের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশিত হবে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই তথ্য জানিয়েছে।

 

গত বছর ঢাকা বোর্ডের ৩১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী মোট ১ লাখ ৪ হাজার ৬৬৬টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। পুনর্নিরীক্ষণে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ১৪৫ জন, এবং ১৩৪ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়াও, ৯১৩ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

 

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ অক্টোবর প্রকাশিত হয়, এবং এ বছর গড় পাশের হার ৭৭.৭৮ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রত্যাশিত ফল না এলে শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো।

 

এইচএসসি বা সমমানের পরীক্ষাগুলো শুরু হয়েছিল ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে ১১ আগস্ট ও ১১ সেপ্টেম্বর স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও, আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীদের বিক্ষোভের কারণে তা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়, এবং বাতিল হওয়া বিষয়ের ফলাফল এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশ করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট