দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:০৫

সাত কলেজের সমস্যার সমাধানে ১৩ সদস্যের কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটিকে আগামী ৬ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয় যে, কমিটিকে অধিভুক্ত সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলোর সমাধানে সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। কাজের সুবিধার্থে কমিটি সদস্য কো-অপ্ট করারও সুযোগ পাবে।

 

সাত কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি রয়েছে, যার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দ্রুত ফলাফল প্রকাশ এবং সেশনজট কমানো অন্তর্ভুক্ত। এসব সমস্যা সমাধানে এই কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

 

কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ অনুবিভাগের অতিরিক্ত সচিব। এর সদস্য হিসেবে থাকবেন ইউজিসির প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অধিশাখা (২) যুগ্মসচিব, সাত কলেজের অধ্যক্ষ এবং সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব।

 

সম্প্রতি, সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন, এবং অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। উভয় সংকটের সমাধানে এই কমিটি গঠন করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট