দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২৪

গলার স্বর ভাঙা বিষয়টি কি অবহেলা করছেন?

হেড-নেক ক্যানসার মানে একধরনের ক্যানসার নয়; বরং এটি মাথা থেকে ঘাড় পর্যন্ত বিভিন্ন অঙ্গে হওয়া ক্যানসারকে বোঝায়। যেমন মুখের ক্যানসার, গলার ক্যানসার, স্বরযন্ত্রের ক্যানসার, নাক বা সাইনাস ক্যানসার, থাইরয়েডের ক্যানসার ইত্যাদি। আমাদের দেশে হেড-নেক ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। পুরুষ ক্যানসার রোগীদের ২০ শতাংশ এবং নারী রোগীদের ১০ শতাংশই এই ধরনের ক্যানসারে ভোগেন। এর মূল কারণ ধূমপান। মুখের ক্যানসারের ক্ষেত্রে ধূমপানের পাশাপাশি পান, জর্দা, সাদাপাতা, গুল, নড়বড়ে দাঁত, মুখের সংক্রমণ, দাঁতের গোড়ায় ইনফেকশন, মুখে ভাইরাসজনিত সংক্রমণ ও পুষ্টিহীনতা দায়ী।

 

হেড-নেক ক্যানসারের লক্ষণগুলো হলো গলার স্বর ভাঙা, চিবানো বা গিলতে কষ্ট, মুখ ও গলার ব্যথা, শ্বাসকষ্ট, বিশেষ ইন্দ্রিয়ের (শ্রবণ, দৃষ্টি, ঘ্রাণ, স্বাদ) সমস্যাসহ মুখের অবয়বে পরিবর্তন।

 

প্রতিরোধে ঝুঁকিপূর্ণ অভ্যাস এড়িয়ে চলা, মুখ ও দাঁতের যত্ন নেওয়া, নিয়মিত ব্রাশ করা, বছরে একবার দন্তচিকিৎসকের মাধ্যমে মুখ পরীক্ষা করানো এবং সঠিক পুষ্টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

 

গলার স্বর যদি তিন সপ্তাহের বেশি ভাঙা থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

 

অধ্যাপক ডা. পারভীন শাহিদা আখতার, সাবেক বিভাগীয় প্রধান, মেডিকেল অনকোলজি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট