দ্যা নিউ ভিশন

এপ্রিল ২১, ২০২৫ ২১:৫০

তাসকিনের বদলে বাংলাদেশ দলে খালেদ

বাংলাদেশের টেস্ট দলে ফিরেছেন খালেদ আহমেদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের দলে একটিই পরিবর্তন, পেসার তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। তাসকিন অবশ্য প্রথম টেস্টেও খেলেননি।

২৯ অক্টোবর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। মিরপুরে ৭ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ ঢাকা থেকে চট্টগ্রামে যাবে ২৬ অক্টোবর।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও খালেদ আহমেদ।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী