দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫৭

আজ জাতিসংঘ দিবস, জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

জাতিসংঘ বিশ্বের দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন।

 

– **প্রতিষ্ঠিত হয়:** ১৯৪৫ সালের ২৪ অক্টোবর

– **সদস্য রাষ্ট্রের সংখ্যা:** ১৯৩

– **জাতিসংঘের পতাকার রং:** নীল ও সাদা

– **জাতিসংঘের নামকরণ করেন:** মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট

– **সদর দপ্তর:** যুক্তরাষ্ট্রের ম্যানহাটান, নিউইয়র্ক

– **বাংলাদেশের সদস্যপদ অর্জন:** ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, ১৩৬তম সদস্য হিসেবে

– **প্রধান অঙ্গসংস্থা:** সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অছি পরিষদ এবং আন্তর্জাতিক আদালত

– **উন্নয়নমূলক সংস্থাগুলো:** বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনেসকো, ইউনিসেফ, ইউএনডিপি, খাদ্য ও কৃষি সংস্থা (FAO), বিশ্বব্যাংক ইত্যাদি

– **নিরাপত্তা পরিষদ:** ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। স্থায়ী ৫টি রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা আছে।

– **বর্তমান মহাসচিব:** আন্তোনিও গুতেরেস, পর্তুগালের নাগরিক

– **প্রথম মহাসচিব:** ট্রিগভে লী (১৯৪৬-১৯৫২, নরওয়ে)

– **দাপ্তরিক ভাষা:** ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি। বাংলা ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে যুক্ত হতে পারে।

– **সচিবালয়ের কার্যকরী ভাষা:** ইংরেজি ও ফরাসি

– **জাতিসংঘ সনদের অধ্যায়:** ১৯টি

– **জাতিসংঘ সনদের অনুচ্ছেদ:** ১১১টি

– **সনদ সাক্ষরিত হয়:** ২৬ জুন ১৯৪৫, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র

– **সনদ কার্যকর হয়:** ২৪ অক্টোবর ১৯৪৫

– **মূল সনদে সাক্ষরকারী দেশ:** ৫১টি

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট