আগামীকাল শুক্রবার (২৫ অক্টোবর) সারা দেশে একযোগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হবে এই পরীক্ষা। এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন সংখ্যা ৩,৭১৮টি, যেখানে আবেদন করেছেন ৭৫,০১৭ জন শিক্ষার্থী। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করবেন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পরীক্ষা মূলত ৮টি কেন্দ্র এবং ৩টি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। মূল কেন্দ্রগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুলনা) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হবিগঞ্জ)। উপকেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট, চট্টগ্রাম)।
উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ‘এবার সিভাসু ভর্তি পরীক্ষার আয়োজনের নেতৃত্ব দিচ্ছে। গুচ্ছ পদ্ধতিতে ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া পরিচালনা করা একটি বড় আয়োজন। এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’ তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং জানান, ভর্তি পরীক্ষার ফলাফল ৩০ অক্টোবর প্রকাশিত হবে, আর ভর্তিপ্রক্রিয়া চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন কোষাধ্যক্ষ মো. কামাল, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, এবং জনসংযোগ ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক মো. রায়হান ফারুক।