দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪০

সম্পর্কে এই ২০টি “গ্রিন ফ্ল্যাগ” আপনার সঙ্গীর মধ্যে আছে কি না, মিলিয়ে নিন:

সম্পর্কে “গ্রিন ফ্ল্যাগ” এবং “রেড ফ্ল্যাগ” এখন সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। বিশেষত জেন-জেড প্রজন্মের মধ্যে এই বিষয়গুলো বেশ জনপ্রিয়। চলুন, সম্পর্কের ২০টি গ্রিন ফ্ল্যাগ চট করে জেনে নিই। আপনার সঙ্গীর মধ্যে কতগুলো আছে, মিলিয়ে নিন:

 

১. নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে স্বীকার করে “সরি” বলা।

২. কথা দিয়ে কথা রাখা।

৩. আপনার পরিবার, বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে উৎসাহিত করা।

৪. প্রাক্তনের বিষয়ে সম্মান রেখে কথা বলা।

৫. আপনার গোপনীয়তাকে সম্মান করা—সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড না চাওয়া বা মোবাইল চেক না করা।

 

৬. মাঝে মাঝে ঘুরতে যাওয়া, নতুন নতুন স্মৃতি তৈরি করা।

৭. একজন আরেকজনকে বদলাতে না চাওয়া, যেমন আছেন, তেমন মেনে নিয়ে একসঙ্গে বেড়ে ওঠা।

৮. সঙ্গীর প্রতি বিশ্বাস রাখা এবং তার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ না করা।

৯. সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া, দোষারোপ না করা।

১০. সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা।

 

১১. ঘরের কাজ একসঙ্গে ভাগ করে নেওয়া।

১২. ছোট ছোট বিষয়ে প্রশংসা বা কমপ্লিমেন্ট দেওয়া।

১৩. সম্পর্ককে কখনোই “ফর গ্রান্টেড” হিসেবে না নেওয়া।

১৪. সেন্স অব হিউমারের পরিচয় দেওয়া।

১৫. দায়িত্বশীল আচরণ করা।

 

16. সঙ্গীর পাশে থাকলে নিরাপদ বোধ করা।

17. ক্ষমা করা এবং একে অপরকে সেরে উঠতে সাহায্য করা।

18. ক্লান্ত হলে বিরতি নিয়ে নতুনভাবে সম্পর্ককে এগিয়ে নেওয়া।

19. কোথায় আছেন, কী করছেন, এসব ছোট বিষয় সঙ্গীর সঙ্গে শেয়ার করা।

20. সম্পর্কে ব্যক্তিগত সীমারেখা মেনে চলা এবং একান্ত গোপনীয়তায় হস্তক্ষেপ না করা।

 

এই “গ্রিন ফ্ল্যাগ”গুলো সম্পর্কের সুস্থতা ও শক্তিশালী বন্ধনের লক্ষণ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট