দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৩৮

সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে ২৮ জন মুক্তি পেয়েছেন।

গতকাল বুধবার বিকেলে সচিবালয়ের ভেতরে ঢুকে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে পুলিশ ৫৪ জনকে আটক করে নিয়ে যায়ছবি: সাজিদ হোসেন

এইচএসসিতে ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় এই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ২৮ জন মুক্তি পেয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানান। তিনি বলেন, গতকাল বুধবার সচিবালয়ে অবৈধ প্রবেশ করে বিক্ষোভের ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছিল। শাহবাগ থানার মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, বাকি ২৬ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মামলায় অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। দুই মাস আগে, পরীক্ষার্থীদের বিক্ষোভের কারণে স্থগিত হওয়া এইচএসসি-সমমানের পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। ফল প্রকাশের পর এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে নতুনভাবে ‘বৈষম্যহীন’ ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীরা আবার সচিবালয়ে বিক্ষোভ করেন।

সচিবালয়ে এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা দেয় এবং পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া করে। এ সময় অনেক শিক্ষার্থীকে মারধর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচিবালয়ের কর্মীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১৫ অক্টোবর। মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩১ হাজার ৫৮, যার মধ্যে পাসের হার ৭৭.৭৮ শতাংশ। শিক্ষার্থীরা ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে নতুন করে মূল্যায়ন করার দাবি জানাচ্ছেন।

গতকাল সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় শিক্ষার্থীরা সেখানে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করেন। সচিবালয়ে প্রবেশের জন্য বিশেষ অনুমতিপত্র প্রয়োজন হলেও, শিক্ষার্থীরা সেখানে প্রবেশ করতে সক্ষম হন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট