দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৫৮

পবিত্র হজের নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

কাবা শরিফফাইল ছবি

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে বুধবার জারি করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৫ সালে হজ পালন করতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের ২৫ আগস্ট জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পবিত্র হজে যাওয়ার জন্য প্রাক্‌-নিবন্ধিত সকল ব্যক্তিকে ৩০ নভেম্বরের মধ্যে ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য পুনরায় অনুরোধ করা হচ্ছে।

এ সময়ের মধ্যে প্রাক্‌-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন একই সাথে চলবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট