জান্নাতুল ফেরদৌস ঐশী ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন। এরপর তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এবং প্রথম ছবি *মিশন এক্সট্রিম* দিয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন। ঐশী *আদম* ছবিতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। কিছুদিন আড়ালে থাকার পর এবার তিনি সুখবর নিয়ে এসেছেন। জানালেন, নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যার নাম *যাত্রী*। সিনেমাটি পরিচালনা করবেন আসিফ ইসলাম, যিনি ‘নির্বাণ’ চলচ্চিত্রের মাধ্যমে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার ঐশী সেই পরিচালকের ক্যামেরার সামনে কাজ করবেন।
ঐশী জানান, “অনেক আগে থেকেই আসিফ ভাইয়া আমাকে ছবির ব্যাপারে বলেছিলেন। এরপর কিছুদিন আর কথা হয়নি। ভাবছিলাম হয়তো ছবিটিতে আমি থাকছি না। তবে সম্প্রতি তিনি আবার আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আলাপ চূড়ান্ত করে আমাকে চুক্তিবদ্ধ করেছেন। ভালো গল্পের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এমন কাজের জন্যই আমি অপেক্ষা করছিলাম।”
ঐশী আরও জানান, তারা শুটিং শুরু করবেন প্রায় এক মাসের মধ্যেই, গল্পের প্রয়োজন অনুযায়ী শীতের সময়েই শুটিং শুরু হবে। বর্তমানে প্রি-প্রডাকশনের কাজ চলছে এবং ঐশী নিজ চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনই কিছু প্রকাশ করতে চান না তিনি।
উল্লেখ্য, ঐশীকে সর্বশেষ দেখা গেছে গত বছরের রোজার ঈদে, *আদম* সিনেমায়। সেখানে তার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। এছাড়াও তিনি রায়হান রাফীর পরিচালনায় *নূর* সিনেমাতেও অভিনয় করেছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। তবে, দীর্ঘদিন ধরে নানা কারণে আটকে থাকা এই সিনেমাটি এখনও মুক্তি পায়নি।